সুফলাকাটি ইউনিয়নে বিমার কোন প্রতিষ্ঠান নাই। উপজেলা হতে নিয়ন্ত্রিত বীমা কোম্পানী যেমন- গণগ্রামীন বীমা ডিভিশন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী, সন্ধানী লাইফ, রূপালী লাইফসহ আরো অনেক বীমা প্রতিষ্ঠান এই উপজেলায় কার্যক্রম পরিচালনা করে। এলকায় বীমার কার্যক্রম বেশ ভালো। লোকজন সঞ্চয় করতে বীমাকে বেছে নিয়েছেন।